শিরোনাম

South east bank ad

সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিহত

 প্রকাশ: ১১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

শামীম আলম, (জামালপুর):

জামালপুরে সড়ক দুর্ঘটনায় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সৈয়দ গোলাম সরোয়ার আঁকা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। নিহত সৈয়দ গোলাম সরোয়ার আঁকা শহরের হাটচন্দ্রা গ্রামের সৈয়দ গোলাম মোস্তফা ছানার ছেলে। তিনি জামালপুর শহর আওয়ামীলীগের ১০ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি।

প্রত্যক্ষদর্শীরা জানায়,শহরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল রোডে পৌরসভার ময়লার ডাম্পিং ষ্টেশনের সামনে গতকাল সোমবার (১০ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় মারাত্বক আহতবস্থায় তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

এলাকাবাসী জানায়, নিহত ব্যক্তি মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। পিছন থেকে দ্রুতগামী গাড়ী এসে তাকে চাপা দেয়। ঘাতক গাড়িটি শনাক্ত করতে পারেনি বলে নিহতের ভাই সৈয়দ জোবায়েদ জামান চপ্পল জানিয়েছেন।

এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: