সারিয়াকান্দিতে যমুনার নৌঘাট কালিতলা থেকে ৫ কি.মি দূরে স্থানান্তর, জনদুর্ভোগ
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার কালিতলা নৌঘাট ৫ কিলোমিটার দূরে দেবডাঙায় স্থানান্তর করা হয়েছে। যমুনা নদীর নাব্যতা সংকটের অজুহাতে গত শুক্রবার (৬ জানুয়ারি) ঘাটটি প্রশাসনের নির্দেশে স্থানান্তর করা হয়েছে। এতে করে যাত্রীদের অতিরিক্ত ৫ কিলোমিটার পথ বেশি অতিক্রম করতে হচ্ছে। সেই সঙ্গে ভাড়া ও সময় দুটোই ব্যয় হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কালিতলা ঘাটের ব্যবসায়ীরা। এতে করে নৌযাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
স্থানীয় একাধিক সুত্র জানায়, সারিয়াকান্দি উপজেলার কালিতলা নৌঘাট হতে মাদারগঞ্জ জামথল নৌঘাটে প্রতিদিন হাজার হাজার যাত্রীসহ মোটরসাইকেল ও নানা ধরনের কৃষিপণ্য পরিবহন করা হয়। কিন্তু বর্তমানে এই নৌরুটে আর যাত্রী পরিবহণ হচ্ছে না। গত শুক্রবার থেকে ঘাটটি ৫ কিলোমিটার দূরে একই উপজেলার কর্ণিবাড়ী ইউনিয়নের দেবডাঙায় স্থানান্তর করা হয়েছে। ফলে যাত্রীদের কয়েক কিলোমিটার পথ বেশি অতিক্রম করতে হচ্ছে। এমনকী ভাড়াও কয়েকগুণ বেশি দিতে হচ্ছে। অপরদিকে সময় অপচয় হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, গত কয়েকদিন ধরে যমুনা নদীতে পানি কমে নাব্যতা সংকটের সৃষ্টি হয়েছে। নাব্যতা সংকটে কারণে নৌরুটে অসংখ্য ডুবোচরের সৃষ্টি হয়েছে। ফলে এ নৌরুটে নৌকাগুলো ডুবোচরে আটকে যাচ্ছে। মাঝিরা নদীতে নেমে অনেক কষ্টে যাত্রীসহ নৌকাগুলো ঠেলে ঘাটে আনছেন।
জানা গেছে, কালিতলা নৌঘাট হতে জামথল নৌঘাটের দূরত্ব বর্ষাকালে ১২ কি. মি এবং শুষ্ক মৌসুমে ১৬ কি. মি। অপরদিকে দেবডাঙা নৌঘাট হতে জামথল নৌঘাটের দূরত্ব বর্ষাকালে ১৫ কি.মি এবং শুষ্ক মৌসুমে ২২ কি. মি। সারিয়াকান্দি হতে দেবডাঙার দূরত্ব ৫ কি. মি। সে হিসেবে নৌঘাট পরিবর্তনের ফলে যাত্রীদের এখন ২৭ কি. মি দূরত্ব অতিক্রম করতে হচ্ছে। এতে করে যাত্রীদের কয়েকগুণ বেশি ভাড়া দিতে হচ্ছে।
সারিয়াকান্দি কালিতলা নৌঘাটের ইজারাদার শাহাদাৎ হোসেন জানান, যমুনা নদীর নাব্যতা সংকটের কারণে নৌঘাটটি সাময়িক দেবডাঙায় স্থানান্তর করা হয়েছে। নাব্যতা ফিরে এলেই ঘাটটি ফিরে আনা হবে।
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, যমুনা নদীর নাব্যতা সংকটে কালিতলা নৌঘাট দেবডাঙায় স্থানান্তর করা হয়েছে। এতে জনসাধারণের সাময়িক দুর্ভোগের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। কালিতলা নৌরুটটি নাব্যতা ফিরে পেলে পুনরায় ঘাটটি দেবডাঙা হতে কালিতলা নিয়ে আসা হবে।