শিরোনাম

South east bank ad

টাঙ্গাইলে আন্তঃজেলা অবৈধ বালু ব্যবসায়ী কারাদণ্ড ও জরিমানা

 প্রকাশ: ১০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ আবু জুবায়ের উজ্জল, (টাঙ্গাইল):

টাঙ্গাইল সদর উপজেলায় কাকুয়া ইউনিয়নের যমুনা নদীতে গয়লা হোসেন ও গোপাল কেউটিল এলাকায় আন্তঃ জেলা অবৈধ বালু ব্যবসায়ীর ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও তিন জনকে ৫০০০০/- ( পঞ্চাশ হাজার) করে টাকা সর্বমোট একলক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

টাঙ্গাইল সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ খায়রুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্টেট মোঃ খায়রুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে অবৈধভাবে অত্যাধুনিক ড্রেজার এর মাধ্যমে বালু উত্তোলন করে আসছিল। এই অবৈধ বালু ভলগেট এর মাধ্যমে বিভিন্ন জেলায় বিক্রি করে।

এরই পরিপ্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৩ জনকে অর্থদণ্ড করেন।

আসামিদের যাদেরকে কারাদণ্ড দেয়া হয়েছে তারা হলো:

১।মোঃ পারভেজ (২৪) পিতা- আঃ গফুর মোল্লা, গ্রামঃ আতরআলী উপঃ ভান্ডারী জেলাঃ পিরোজপুর - কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

২।নামঃ আক্তার হোসেন, পিতা-মৃত আব্দুল করিম, গ্রামঃ চরকিশোরগঞ্জ, পোস্ট ঃ মদনগঞ্জ, উপজেলা সোনারগাঁও, জেলা নারায়ণগঞ্জ -কে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ড

৩।রফিকুল ইসলাম, পিতা :মৃত মহর আলী, গ্রাম: চর পাথাইলকান্দি, উপজেলা ভুয়াপুর জেলা টাংগাইল -কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

৪।সোহাগ (২৫),পিতাঃবাদল হাওলাদার, গ্রামঃইদিলকেটি,জেলাঃ বরিশাল -কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

৫।মোঃ শহিদুল ইসলাম (৩২), পিতাঃমোঃ আনোয়ার হোসেন সিকদার, গ্রামঃখাসকাউলিয়া উপজেলা, জেলাঃসিরাজগঞ্জ -কে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড।

৬।মোঃ লিয়াকত আলী (৪৩),পিতা: খাদেম আলী আকন্দ গ্রামঃ ভাঙ্গাবাড়ির চর, উপঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ -কে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড

৭।আলমগীর (৪৩),পিতাঃ সামাদ মোল্লা সাং: বেলের চর, উপজেলাঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ -কে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড

৮। মোঃ রাজিব হোসেন (২২),পিতাঃ মোঃ আক্কাচ আলী,গ্রামঃ বিল দহর, উপজেলাঃ সিংড়া জেলাঃ নাটোর- কে পনেরো দিনের বিনাশ্রম কারাদণ্ড।

৯। হাসেম মোল্লা(৪০) পিতাঃ মোঃ আকবর আলী মোল্লা, গ্রামঃ বেলকুচি, উপঃ বেলকুচি জেলাঃ সিরাজগঞ্জ -কে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড।

১০। মিজানুর (৪২) পিতাঃ আব্দুল জলিল সরকার গ্রামঃ বেলকুচি, উপঃ বেলকুচি, জেলাঃ সিরাজগঞ্জ -কে তিন দিনে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

এছাড়া আবু বক্কর (২৫)পিতাঃ সোহরাব আলী গ্রামঃ কাকুয়া উপজেলাঃ টাঙ্গাইল সদর জেলাঃ টাঙ্গাইল ও আবু বক্কর কে ৫০০০০/ টাকা করে জরিমানা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪( খ) ধারা লংঘনের দায়ে জরিমানা করা হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: