শিবগঞ্জে নিখোঁজর বৃদ্ধার লাশ উদ্ধার
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার শিবগঞ্জে নিখোঁজ হবার তিন দিন পর পুকুর থেকে আসমা বেগম (৬৯) নামের এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (০৯ জানুয়ারি) রবিবার সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামের একটি পুকুরের দক্ষিণ পাশ থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ। আসমা বেগম উপজেলার শিবগঞ্জ ইউনিয়নের সাদুল্লাপুর গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আসমা বেগম বাড়ি থেকে কাউকে কিছু না জানিয়ে বের হন। এর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। পরে তার বড় ছেলে মন্টু মিয়া শুক্রবার শিবগঞ্জ থানায় একটি জিডি করেন। তিনি জানান, তার মা দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভূগছিলেন।
রবিবার সকালে স্থানীয়রা বাড়ির কাছের একটি পুকুরে দক্ষিণ পাশে আসমা বেগমের মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা পুকুরে ডুবে মারা গেছেন। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।