শিরোনাম

South east bank ad

বাতিলকৃত ইনকোর্স পরীক্ষা আবার পুনর্বহাল

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এম.এস রিয়াদ, (বরগুনা):

গত সোমবার (৬ ডিসেম্বর) ২০২১ অনলাইন প্লাটফর্ম জুম অ্যাপ এর মাধ্যমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৯৪ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ইনকোর্স পরীক্ষা পূর্বের ন্যায় বহাল রাখার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে সিদ্ধান্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতেও বলা হয়। এমন এক নোটিশে গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান গত ২৯ ডিসেম্বর ২১ তারিখ স্বাক্ষর করেছেন। এতে কাউন্সিলের ৪৫ সদস্যের মধ্যে ৪৩ জন সদস্য উপস্থিত ছিলেন।

এ অনলাইন ডেইলি বাংলাদেশ সূত্র অনুযায়ী অনার্স ও মাস্টার্স পরীক্ষার ২০ নম্বর নির্ধারিত ছিল। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সিনেট হলে একাডেমিক কাউন্সিলের ৯১ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছিল। এতে উপাচার্য প্রফেসর হারুনুর রশিদের সভাপতিত্বে সভায় একাডেমিক কাউন্সিলের ৩৩ সদস্য উপস্থিত ছিলেন।

এ ব্যাপারে বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মতিউর রহমান জানান- আমরা স্ব স্ব বিভাগের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বাতিলকৃত ইনকোর্স ফি (২০০ টাকা) পৌঁছে দিয়েছি। যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনকোর্স পরীক্ষা বহাল রেখেছেন, সেহেতু ইনকোর্স পরীক্ষা ফি গ্রহণের জন্য অতি শীঘ্রই সিদ্ধান্ত নেয়া হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: