স্কুল থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মৃত্যু
রাশেদ ইসলাম, (জয়পুরহাট):
জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলা সদরে ট্রাকের চাপায় স্কুলছাত্রসহ দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল শনিবার (৮ জানুয়ারি) দুপর ২ টায় জয়পুরহাট আক্কেলপুর সড়কের আক্কেলপুর সদরের কেসের মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন, জেলার আক্কেলপুর উপজেলার মাতাপুর গ্রামের বাবর আলীর ছেলে জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সাব্বির হোসেন (১৫) ও একই উপজেলার ভদ্রকালী দল্লাপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে ভ্যানচালক সুজন হোসেন (৩৮)।বিষয়টি নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান।
পুলিশ ও স্থানীয়রা জানান, দুপরে কেসের মোড় নামক স্থানে ব্যাটারী চালিত ভ্যানের এক্সেল ভেঙ্গে আক্কেলপুর গামী একটি ট্রাকের সামনে পড়ে যায়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালকের মৃত্যু হয়। আহত অবস্থায় স্কুলছাত্র ও তার বোনসহ দুজনকে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সাব্বির হোসেন মারা যায়। ছোট বোন সুমাইয়া আক্তারকে জয়পুরহাট হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত সাব্বির হোসেনের প্রতিবেশী চাচা সাবেক ইউপি সদস্য মুকুল হোসেন বলেন, নিহত সাব্বির হোসেন জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। ছোট বোন সুমাইয়া আক্তারকে আক্কেলপুর পলিটেকনিক স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণিতে ভর্তি করে ভ্যানযোগে বাড়ি ফিরছিলেন। পথে ট্রাকের চাপায় ভ্যানচালকসহ দুজনের মৃত্যু হয়। আর জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে চিকিৎসা চলছে আহত বোনের।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পরই ট্রাকসহ চালককে আটক করে থানায় নেয়া হয়েছে।