নব-নির্বাচিত চেয়াম্যান সংবর্ধনা এবং গরীবদের মাঝে শীত বস্ত্র বিতরণ
সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
মহান বিজয় দিবসের ৫০ বৎসর উর্যাপন উপলক্ষ্যে আতিক নগর ডিজিটাল যুব ক্লাবের উদ্যোগে নব-নির্বাচিত চেয়াম্যান সংবর্ধনা এবং শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
এসময়ে প্রিয় অতথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ভাতশালা ইউনিয়নে নব-নির্বাচিত চেয়াম্যান নাজমুন নাহার পক্ষে, মোঃ আব্দুর রাজ্জাক সেলিম, আহব্বায়ক, বাংলাদেশ তাতীঁ লীগ, শেরপুর জেলা শাখা, মোঃ জয়নাল আবেদীন, ঠিকাদার শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি, মোঃ শাকিলুর রহমান শ্যামল, চেয়াম্যান, শ্যামল বন্ধু পরিষদ।
আরো উপস্থিত ছিলেন উক্ত ক্লাবের প্রধান উপদেষ্ঠা জনাব,মোঃ আব্দুস সোবাহান, উপদেষ্ঠা জনাবঃ পাভেল আহম্মেদ, সভাপতি মোঃ রাজিব আহমেদ, সাধারন সম্পাদক মোঃ মানিক মিয়া, কোষাধক্ষ্য মোঃ লোকমান হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ যুবরাজ দেওয়ান এবং ক্লাবের সকল সদস্য বৃন্দ ।
উক্ত আনুষ্ঠানে ৭নং ভাতশালা ইউনিয়নে নব-নির্বাচিত চেয়াম্যান নাজমুন নাহার পক্ষে, মোঃ আব্দুর রাজ্জাক সেলিম যুব সমাজের উদ্দেশ্যে বলেন যুব সমাজের অনুপ্রেরনায় একটি সুন্দর সুশিল সমাজ গঠন করা সম্ভব। তাই প্রত্যেক যুব সংঘঠনের মাধ্যমে সমাজের উন্নয়ন মূলক কর্মকান্ড ধারা বাহিকতা বজায় রেখে চালিয়ে যাওয়ার জন্য আহব্বান জানায় । এ সময়ে গরীব আসহায় শীতার্থদের মাঝে ৪০০টি কম্ভল বিতরণ করেন।