ডাক্তারবাড়ি জামে মসজিদের শুভ উদ্বোধন করলেন ধর্মপতিমন্ত্রী
শামীম আলম, (জামালপুর):
জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারী ইউনিয়নের পেচারচর এলাকায় ডাক্তারবাড়ি জামে মসজিদের শুভ উদ্বোধন সম্পন্ন করা হয়েছে।
আজ (০৭ জানুয়ারি) শুক্রবার দৃষ্টিনন্দন এ মসজিদের উদ্বোধন করেন ধর্ম মন্ত্রণালয়ের ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব মো. ফরিদুল হক খান দুলাল এমপি। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আলহাজ্ব ড. শহীদ মোতাহার হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
জামালপুর জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য জাভেদ মোশাররফ রুপক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের শেখ, ইসলামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম, ঢাকাস্থ ইসলামপুর সমিতি ও ঢাকা বিমানবন্দর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহান আলী মন্ডল, ঢাকাস্থ ইসলামপুর সমিতির সাংগঠনিক সম্পাদক ড. শহীদ মোজাহার হোসেন মিন্টু এবং শেরপুর-জামালপুরের অসংখ্য নেতাকর্মীবৃন্দ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন মসজিদ কমিটির সহ সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপ সচিব ড. মো. শহীদ আতাহার হোসেন।
মসজিদ কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আলহাজ্ব ড. শহীদ মোতাহার হোসেন জানান, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দেশি-বিদেশি বন্ধুবান্ধব, সরকারি-বেসরকারি অনুদান, পারিবারিক ও ব্যক্তিগত সাহায্য সহযোগিতায় মসজিদটির প্রথম পর্যায়ের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং ২য় পর্যায়ে আল্লাহর সহায় থাকলে মসজিদের সৌন্দর্যবর্ধন সহ আরো নানা রকম কাজের উদ্যোগ নেওয়া হবে।
জানা যায়, গত ২০১৮ সালের ১৪ অক্টোবর মরহুম ডা: আবেদ আ পবিত্র আল-কুরআন, সিরাতে মোস্তফা (সাঃ), হাদিস গ্রন্থ মসজিদ লাইব্রেরী স্থাপন করা হয়েছে।