চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সেবা প্রদান
শেখ জাহান রনি, (হবিগঞ্জ):
তেজগাঁও পলিটকনিক স্কুল ৮৫ ব্যাচের বন্ধুদের উদ্যাগে হবিগঞ্জের মাধবপুর উপজলার সুরমা চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
আজ শুক্রবার (৭ জানুয়ারি) সকাল সুরমা চা বাগান কয়েক শতাধিক চা শ্রমিকদের মধ্য শীতবস্ত্র ও চিকিৎসা সেবা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলন সুরমা চা বাগানের ব্যবস্থাপক আবুল কাসেম, যমুনার জিএম আবুল হাসন, ৮৫ ব্যাচের বন্ধু মাহবুব, ডাঃ হাফিজ,প্রকৌশলী ফারুক,প্রকৌশলী সারোয়ার হাসান, হাবিবুর রহমান ও আবু নাঈম ।