বিস্কুট দেবার কথা বলে চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চার বছরের এক শিশুকে বিস্কুট দেবার কথা বলে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচা এনামুল মন্ডল (৩৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
এনামুল উপজেলার কিচক ইউনিয়নের সাতানা গ্রামের জব্বার আলীবিশার ছেলে। বৃহস্পতিবার সন্ধ্যায় আটক করা হয়। এর আগে বুধবার
শিশুটির মা থানায় মামলার দায়ের করে।
সেই মামলায় গ্রেফতার দেখিয়ে আজ ( ০৭ জানুয়ারি) শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়। মামলা সূত্রে জানা গেছে, শিশুটি প্রায় প্রতিদিনই এনামুলের বাড়িতে খেলার জন্য যেত। সেখানে গিয়ে এনামুলের ভাতিজার সঙ্গে খেলা করত সে।
এনামুল প্রতিবেশি সর্ম্পকে শিশুটির চাচা। গত বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে শিশুটিকে বিস্কুট দেবার কথা বলে বাড়িতে ডেকে নেয় এনামুল। এসময় বাড়িতে কেউ ছিলেন না। পরে এনামুল শিশুকে ধর্ষণের চেষ্টা চালালে সে কেঁদে ওঠে।
পরে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। নিজ বাড়িতে ফিরে এসে শিশুটি কান্নাকাটি করতে থাকে। এসময় তার সঙ্গে কথা বলে ও শারীরিক অবস্থা দেখে শিশুটির মাসহ অন্যরা বুঝতে পারেন যে তাকে ধর্ষণ চেষ্টা করা হয়েছে। শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে
অভিযান চালিয়ে এনামুলকে কিচক বন্দর থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।