গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ে বিধু ভূষণ দাসের মৃত্যুতে স্মরণসভা
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর পৌর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে স্কুলের এসএমসি সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাসের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (৬ জানুয়ারী) দুপুরে স্কুলের হল রুমে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে স্বর্গীয় বিধু ভূষণ দাসের স্মৃতিচারণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।
স্কুলের এসএমসি সদস্য দেওয়ান খসরুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও স্কুলের প্রধান শিক্ষক একেএম মাজহারুল আনোয়ার ফেরদৌসের সঞ্চালনায় এতে অন্যান্য মাঝে স্মৃতিচারণ করেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ আব্দুর রহিম, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান শরিফুল প্রমুখ।
গত বছর ২৬ ডিসেম্বর বিধু ভূষণ দাস পরলোক গমন করেন।