শিরোনাম

South east bank ad

বান্দরবানে স্ত্রীকে হত্যার পর স্বামীকে অপহরন

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সোহেল কান্তি নাথ, (বান্দরবান):

বান্দরবানে স্ত্রীকে হত্যার পর স্বামীকে অপহরন করেছে অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসীরা। বুধবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপ‌জেলার রাজ‌বিলায় এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতের নাম পাইয়ইনু মারমা (২৮)। তার অপহৃত স্বামীর নাম রেইথোয়াই মারমা (৪০)। তা‌দের বা‌ড়ি রাজ‌বিলার থংজমা পাড়ায়।

পু‌লিশ ও স্থানীয়রা জানায়, “রাত ৩টার দিকে ৫-৬ জ‌নের এক‌টি অস্ত্রধারী পাহাড়ী সন্ত্রাসী দল থংজমা পাড়ার রেথোয়াই মারমার বা‌ড়ি‌তে ঢু‌কে তা‌কে অস্ত্রের মু‌খে অপহরণ ক‌রে নি‌য়ে যে‌তে চাইলে তার স্ত্রী বাঁধা দেয়। এসময় তারা তাকে ধারালো ছু‌রি দি‌য়ে হত‌্যা ক‌রে স্বামী‌কে অপহরণ ক‌রে নি‌য়ে যায়। সন্ত্রাসীরা পাহাড়ী সংগঠন এমএলপি’র স‌ক্রিয় সদস‌্য ব‌লে ধারনা কর‌ছে স্থানীয়রা।”

বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. র‌ফিকুল ইসলাম ব‌লেন, “একজন‌কে হত‌্যা ও একজন‌কে অপহর‌ণের খবর শু‌নে‌ছি। ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে। হত‌্যা ও অপহর‌ণের মূল কারণ এখ‌নো জানা যায়‌নি।”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: