শিরোনাম

South east bank ad

শেরপুরে জমি অধিগ্রহনের টাকার চেক হস্তান্তর করলেন হুইপ আতিক

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুর জেলার কানাশাখোলা অষ্টমীতলা জেলা মহাসড়ককে আঞ্চলিক মহাসড়কের মান ও প্রশস্ততায় উন্নীতকরণ শীর্ষক প্রকল্প এল. এ কেস নং ৫/১৮-১৯ এর চেক বিতরন ও দখল হস্তান্তর করা হয়েছে।

৬জানুয়ারি বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বয়রা পরানপুরে জেলা প্রশাসন ও সড়ক বিভাগের আয়োজনে চেক বিতরন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সরকার দলীয় হুইপ শেরপুর জেলা আ.লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিক এমপি।

শেরপুর জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ এর সভাপতিত্বে ও মিজানুর রহমান এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শেরপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরীফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব ফরিদা ইয়াছমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস, প্রেসক্লাব সভাপতি মো. শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন।

পরে প্রধান অতিথি সরকার দলীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ প্রকল্পের অনুকূলে অধিগ্রহনকৃত ৪.৮০ একর জমির প্রকল্পের প্রাক্কলিত অর্থ ২৬ কোটি ৯৭ লক্ষ ৬৭ হাজার ৩০ টাকার মধ্যে ৩৫টি পরিবারকে ক্ষতিপূরন বাবদ ৩কোটি ৭৩ লক্ষ ৯৩ হাজার ৭শত ৩৯ টাকা ২০ পয়সার চেক হস্তান্তর করেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: