৮ ইউপির ভোট গ্রহণ শেষ : চলছে গণনা
সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৭টি ও শ্রীবরদী উপজেলার একটি ইউপিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।
আজ (৫ জানুয়ারি) বুধবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত। ৮টি ইউপির মোট ভোটার ১লক্ষ ৫৭ হাজার ১শ ৬০জন।
নির্বাচনে ঝিনাইগাতীর ৭ ইউপিতে চেয়ারম্যান পদে ৪২ জন, সাধারণ সদস্য পদে ২৬৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১০৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
অপরদিকে শ্রীবরদীর খড়িয়াকাজিরচর ইউপিতে ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩৬জন সাধারণ সদস্য প্রার্থী ও ১১জন সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন সুষ্ঠু করতে বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী মোতায়েন করা হয়।