গৌরীপুরে সাবেক ইউপি চেয়ারম্যান ফজলুল হকের ইন্তেকাল
মশিউর রহমান কাউসার, (ময়মনসিংহ):
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের চার বারের সাবেক চেয়ারম্যান ফজলুল হক সরকার (৮০) আর নেই। তিনি বার্ধক্যজনিত কারণে গতকাল মঙ্গলবার (৪ জানুয়ারী) সন্ধ্যায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ (০৫ জানুয়ারি) বুধবার ২টা ৩০ মিনিটে খুলিয়ারচর গ্রামে তার নিজ বাড়িতে নামাজে জানাজার পর পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ ছেলে ৬ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ফজলুল হক সরকার সদ্য নির্বাচিত ইউপি চেয়ারম্যান নেজামুল হক সরকারের পিতা। #