শিরোনাম

South east bank ad

বগুড়ায় নৌকার বিরুদ্ধে যুবলীগ নেত্রী!

 প্রকাশ: ০৫ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

নৌকা প্রতীকের বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠেছে বগুড়ায় জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মাকসুদা মলির। এ বিষয়ে গাবতলী উপজেলার নারুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগ একটি লিখিত অভিযোগ দিয়েছে জেলা যুব মহিলা লীগের কাছে।

গত ২ জানুয়ারি অভিযোগ পত্রটি দেন নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাদশা এবং সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম।

অভিযোগে বলা হয়েছে, নাড়ুয়ামালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনীত নৌকার প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশগ্রহণ না করে বিএনপি সমর্থিত ফজলে রাব্বি ফিরোজের পক্ষে কাজ করছেন মাকসুদা মলি।

উল্লেখ্য ফিরোজ নাড়ুয়ামালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও মাকসুদা মলির সহেদার ভাই।

অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন নাড়ুয়ামালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারাজুল ইসলাম। তিনি জানান, ২ জানুয়ারি মাকসুদা মলির বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য একটি অভিযোগপত্র জেলা যুব মহিলা লীগের কার্যালয়ে দেয়া হয়।

এরপরে এ বিষয়ে আর কোনো খোঁজ নেয়া হয়নি বলে জানান তারাজুল ইসলাম।

অভিযোগ দেয়ার বিষয়টি জানেন বলে স্বীকার করেন বাংলাদেশ যুব মহিলা লীগের বগুড়া জেলা শাখার সহসভাপতি মাকসুদা মলি। তিনি বলেন, ‘এটা পুরোপুরি মিথ্যা, বানোয়াট একটি অভিযোগ। আমার ভাই ফিরোজ বিগত সময়ে একাধিকবার নির্বাচন করেছেন।

নির্বাচিতও হয়েছেন। তার কোনো নির্বাচনে আমি কখনই থাকি না। এবারও ভোটের কারণে তিন থেকে চার মাস ধরে বাড়িতে যাইনি। কোনো কারণ ছাড়াই আমার সঙ্গে শত্রুতা করছে মানুষ।’

এবিষয়ে যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক ডালিয়া খাতুন রিক্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায় নি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: