বাগেরহাটে ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
এস এম সামছুর রহমান, (বাগেরহাট):
বাগেরহাটে নানা কর্মসুচীর মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার বিকালে শহরের রেলরোডস্থ দলীয় কার্যালয় থেকে জাতীয় ও দলীয় দলীয় পতাকা সম্বলিত একটি বর্নাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালীতে জেলা ও উপজেলা থেকে আগত হাজার হাজার ছাত্রলীগ নেতাকর্মীরা অংশ নেয়।
এর আগে জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দীন, যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাব্লু, নাজমুল কবির ঝিলাম, নকীব নজিবুল হক নজু, অম্বরিষ রায়, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক সরদার নাসির উদ্দিন, যুবলীগ নেতা লিটন সরকার, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান প্রমুখ।
বক্তারা বলেন, “স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলাদের প্রতিটি অর্জনে ছাত্রলীগ অগ্রনী ভুমিকা পালন করছে। এছাড়া দেশে স্বাধীনতা বিরোধী চক্রের সড়যন্ত্র প্রতিহত করতে সব সময় প্রস্তুত রয়েছে। ভিশন ২০২১ বাস্তবায়নের লক্ষ্যে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।”
পরে নেতাকর্র্মীরা ৭৪ পাউন্ডের একটি কেক কাঁটেন।