শিরোনাম

South east bank ad

নির্বাচনী প্রচারণায় সংঘর্ষ, আহত অর্ধ শতাধিক

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

নজরুল, (ময়মনসসিংহ):

নেত্রকোনার কেন্দুয়ায় ৫ম ধাপের নির্বাচনী প্রচারনায় মোজাফফরপুর ইউনিয়নে সোমবার (৩জানুয়ারি) বিকালে আওয়ামী লীগের নৌকাপ্রাথী মোহাম্মদ জাকির আলম ভূঞার কর্মী সমর্থকরা এবং বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের ফারহানা আফরোজ হ্যাপির কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

এলাকাবাসী জানায়, নির্বাচনী সংঘর্ষটি পরবর্তীতে গগডা ও মোজাফফরপুর নামক দুটি গ্রামের মধ্যে ছড়িয়ে পরে। এতে নৌকার প্রার্থী জাকির মাস্টারের সমর্থকরা কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ হতে সদ্য বহিস্কৃত জাহাঙ্গীর চৌধুরীকে দোষারোপ করেন কিন্তু স্বতন্ত্র প্রার্থী ফারহানা আফরোজ হ্যাপি উল্টো কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের এক প্রভাবশালী নেতাকে দোষারোপ করেন।

ফারহানা আফরোজ হ্যাপি বলেন, আমাদের লোকদের চৌকিধরা এলাকায় প্রচারণায় বাঁধা দিয়ে হামলা করে নৌকা প্রার্থীর লোকজন। এতে আমাদের অনেক লোক আহত হয়েছেন। এদিকে সংর্ঘের ঘটনায় উভয়পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের অনেকেই পাশ্ববর্তী তাড়াইল উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।

কেন্দুয়া উপজেলা হাসপাতাল সূত্রে জানা যায়, সংঘর্ষে মারাত্মক আহত খাইরুল ইসলাম (৪২), ফরিদ মিয়া (৩৫), রানা মিয়া (১৮), আমিরুল ইসলাম অপু (২১) এবং হৃদয় মিয়া (২৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

সংঘর্ষের খবর পেয়ে কেন্দুয়া থানার পুলিশ, বিজিবি ও এসিল্যান্ড রাজীব হোসেন ঘটনাস্থলে ছুটে যান। কেন্দুয়া থানার ওসি কাজী শাহনেওয়াজ জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ অবস্থান করছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন স্থানীয় নেতা বলেছেন যে, আজকের এই ঘটনার কারণে ৫ই জানুয়ারির মোজাফফরপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন হুমকির মূখে পড়েছে। নির্বাচনের দিন আবারো রক্তক্ষয়ী সংঘর্ষ হওয়ার আশংকা করছেন এলাকাবাসী।

এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, তিনবারের ইউপি চেয়ারম্যান এবং সাবেক এমএনএ হাদীস চৌধুরীর পুত্র জাহাঙ্গীর চৌধুরীর কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগ হতে বহিষ্কার হওয়ার পর থেকেই মোজাফফরপুর ইউনিয়নের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। এই পরিস্থিতিতে মোজাফফরপুর ইউনিয়নে কঠোর আইনী পদক্ষেপ গ্রহন করে শান্তিপ্রিয় জনগণের প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চত করার প্রশাসনের প্রতি অনুরোধ করেছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: