দূর্গাপুরে মানবাধিকার বিষয়ক প্রশিক্ষণ
এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):
নেত্রকোণার দূর্গাপুরে জেন্ডার রেসপনসিভ রেজিলেন্স এন্ড ইন্টারসেকশনালিটি ইন পলিসি এন্ড প্র্যাকটিস এর আর্থিক সহায়তায় এবং ইন্সটিটিউট অব ডিজাষ্টার ম্যানেজমেন্ট এন্ড ভালানারেবিলিটি স্টাডিজ (আইডিএমভিএস), ঢাকা বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বেসরকারী উন্নয়ন সংস্থা আইইডিএস এর আয়োজনে অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধিমূলক এক প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সোমবারে স্বরণিকা উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রশিক্ষণ পরিচালনা করেন আইইডিএস এর প্রশিক্ষক অমল কৃষ্ণ চন্দ, ফাতিমাতুন নাদিরা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আইইডিএস এর নির্বাহী পরিচালক শামীম কবীর, ডকুমেন্টেশন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ। এ ধরনের প্রশিক্ষণ দুর্গাপুর উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয়ে পরিচালিত হচ্ছে।
প্রশিক্ষণে নারীর অধিকার, নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, যৌতুক, বাল্য বিবাহ প্রতিরোধ, যৌন হয়রানি, শিশু শ্রম, আইনি সহায়তা এবং সামাজিক সুরক্ষা সেবার বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষে উপস্থিত অংশগ্রহনকারীদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।