বগুড়ার তিন উপজেলা আ. লীগ সম্মেলনের তারিখ নির্ধারণ
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার তিন উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। দীর্ঘ প্রায় নয় বছর পর এসব উপজেলার সম্মেলন হতে যাচ্ছে। এই উপজেলাগুলো হচ্ছে ২২ জানুয়ারি শিবগঞ্জ উপজেলা, ২৩ জানুয়ারি নন্দীগ্রাম উপজেলা এবং ২৪ জানুয়ারি শাজাহানপুর উপজেলা।
বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আল রাজি জুয়েল।
তিনি জানান, “সংশ্লিষ্ট উপজেলা সভাপতি-সাধারণ সম্পাদককে যথাসময়ে সম্মেলনের প্রস্তুতি গ্রহণ করার জন্য বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু আহ্বান জানিয়েছেন।”
জানা গেছে, ২০১২ সালে এসব উপজেলার সম্মেলন অনুষ্ঠিত হয়। তার দীর্ঘ নয় বছর কোনো সম্মেলন হয়নি।
এর আগে যদিও দুই দফা প্রস্তুতি নিয়েও শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন করা যায়নি। রাতের আধারে সেই সম্মেলন স্থগিত করা হয়।
শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা জানান, “আগামী ৫ জানুয়ারি মোকামতলা ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন শেষ হলেই সম্মেলনের প্রস্ততি নেওয়া হবে।”