শিরোনাম

South east bank ad

নেত্রকোনায় নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষা বিষয়ক সভা

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আব্দুর রহমান, (নেত্রকোনা):

আর্সেনিক ঝুঁকি নিরসনের লক্ষে নেত্রকোনা জেলাধীন নলকূপের পানিতে আর্সেনিক পরীক্ষা বিষয়ক জেলা পর্যায়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ জানুয়ারি সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নেত্রকোনা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জনপ্রশাসন অধিদপ্তর, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ময়মনসিংহ অঞ্চলের আয়োজনে এই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার প্রকৌশলের উপ-পরিচালক জিয়া আহমেদ সুমন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নেত্রকোনা জেলার নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান হাবীব, প্রকল্পের টিম লিডার আরিফ রব্বানী, ট্রেনিং কনসালটেন্ট মাহবুবুল আলম ও মোঃ মাজহারুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুখলেসুর রহমান খান সহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা বৃন্দ।

জেলার দশ উপজেলার মধ্যে সদর, বারহাট্টা ও পূর্বধলা ব্যতিত বাকি সাতটি উপজেলাকে আর্সেনিকের ঝুকি রয়েছে বলে এসব উপজেলার সকল পানির উৎস পরীক্ষার উদ্যোগ গ্রহণের কথাও জানানো হয় সভায়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: