দৌলতখানে ব্যবসা প্রতিষ্ঠানে হামলায় আহত-১
মেহেদী হাসান শরীফ, (নিজস্ব প্রতিনিধি) :
ভোলার দৌলতখানে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে। রবিবার দৌলতখান পৌরশহরের স্বপন মিয়ার হোটেলের সামনে কসাই পট্টিতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা হলেন, জামাল, আজাদ, সুমন।
জানা যায়, রবিবার রাত আটটার দিকে স্থানীয় কসাই পট্টির জামাল, আজাদ ও সুমন তুচ্ছ ঘটনার জেরে সাহাবুদ্দিনের মালিকানাধীন মাংস বিতান ও দধিঘরে হামলা চালায়। এসময় ব্যবসায়ী সাহাবুদ্দিনের ছেলে বাপ্পীকে মারধর করা হয়। সাহাবুদ্দিন জানায়, হামলাকারীরা দীর্ঘদিন ধরে বিভিন্ন চর থেকে গরু ও মহিষ চুরি করে স্থানীয় বাজারে বিক্রি করে আসছে। এছাড়া মৃত ও রোগাক্রান্ত গরু ও মহিষ জবাই করে মাংস বিক্রি করছে। এসব ঘটনার প্রতিবাদ করায় তার ব্যবসাপ্রতিষ্ঠান ভাঙচুর করা হয় এবং নগদ চার লাখ ৭০ হাজার টাকা লুটে নেয়। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করেও সম্ভব হয়নি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি বজলার রহমান জানান,এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।