শিরোনাম

South east bank ad

হাতি হত্যা মামলায় দূইজন জেল হাজতে

 প্রকাশ: ০২ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহাম্মেদ সাবাব, শেরপুর

শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে হাতি হত্যায় বনবিভাগের দায়ের করা প্রথম মামলায় মালাকুচা এলাকার দুই আমেজ উদ্দিন ও মো. শাহজালালকে জেল হাজতে পাঠিয়েছে আদালত।

গত বছরের ৯নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকায় জিআই তারে বিদ্যুত সংযোগ দিয়ে একটি হাতি হত্যার পর জেলায় প্রথমবারের মতো বনবিভাগের পক্ষ থেকে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২-এ চারজনের নামে গত ১১ নভেম্বর এ মামলাটি দায়ের করেছিলো।

মামলায় পলাতক দুই আসামী মালাকুচা এলাকার সহোদর আমেজ উদ্দিন ও শাহজালাল আজ বিকেলে শেরপুরের বন আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে তাদের জামিনের আবেদন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।

রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম মুঠুফোনে এ জেল হাজতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।

এ ব্যাপারে পরিবেশবাদী সংগঠন সবুজায়ন শেরপুর ও সবুজ আন্দোলন শেরপুর জেলার আহ্বায়ক মোঃ মেরাজ উদ্দিন তাদেরকে জেল হাজতে প্রেরণ করায় সন্তোষ প্রকাশ করেন এবং বাকি আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্য বন্য হাতি হত্যার বিষয়েও আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: