দুর্গাপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত
এস.এম রফিকুল ইসলাম রফিক, দুর্গাপুর
উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
২ জানুয়ারী রোববার সকালে উপজেলা পরিষদ হলরুমে একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাজসেবা অফিসার মোঃ সারোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল আহসান।
অন্যদের মাঝে আলোচনা করেণ বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার,প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,খামার ব্যবস্থাপক গোপাল দাস,শিক্ষক আশোতোষ সরকার প্রমুখ।
আলোচনা শেষে ক্যান্সারের রোগী আসমা খাতুন,জন্মগত রিদরোগ মোঃ নিরব,প্যারালাইস্ট রোগী মঞ্জুরুল হক,ক্যান্সার রোগী জিন্নাতুন নাহার ও ক্যান্সার রোগী হাফিজুর রহমান কে প্রত্যেকে ৫০ (পঞ্চাশ)হাজার টাকা করে মোট আড়াই লক্ষ টাকার আর্থিক সাহায্যের চেক প্রদান করা হয়।