একদিনে ১ বছর
মো: আব্দুস ছাত্তার, (ময়মনসিংহ):
গত শুক্রবার এবং ২০২১ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর। এদিন জুম’আর খু’বার মাধ্যমে উদ্বোধন হয়ে গেল ‘বাইতুল আতিক জামে মসজিদ’। মুসল্লীরা বলছেন, বার ও তারিখ মিলে যাওয়ায় ১দিনে এক বছর হয়ে গেল।
জানা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া-হাটকালি বাজার রোডে পৌর সভার ৪নং ওয়ার্ডের আলহাজ¦ আব্দুল খালেক সাহেবের বাড়ি সংলগ্ন পাঞ্জেগানায় দীর্ঘদিন যাবত স্থানীয় মুসল্লীরা ওয়াক্তের নামাজ আদায় করছিলেন। স্থানীয় দানবির আলহাজ¦ আব্দুল খালেক পৌর এলাকায় ৫শতক জমি মসিজদের জন্য ওয়াক্ফ করে দেন প্রায় ৮মাস আগে। সেই জমিতে একটি নকশা অঙ্কন করে জামে মসজিদ নির্মাণের লক্ষে কাজ শুরু করেন এলাকাবাসীরা।
৫তলা ফাউন্ডেশন দিয়ে প্রথম তলার কাজ (নামাজ উপযোগি) শেষ করে চলতি বছরের শেষদিন পবিত্র শুক্রবার খুৎবার মাধ্যমে জামে মসজিদের কার্যক্রম শুরু করেন পরিচালনা কমিটি। জামে মসজিদের কার্যক্রম শুরু করতে ফুলবাড়িয়ার প্রবীন আলেম ও বাইতুল হাবিব মাদ্রাসার মোহতামিম মুফতি আব্দুল কাদির কে দাওয়াত দেন আয়োজকরা। তাঁর খুৎবার মাধ্যমেই উৎদ্বোধন হয়ে যায় বাইতুল আতিক জামে মসজিদ। খুৎবার আগে মুফতি আব্দুল কাদির তাঁর বয়ানে পরিচালনা কমিটির দায়িত্ব, ইমাম ও খতিব নির্বাচন, মসজিদের প্রতি মুসল্লীদের দায়িত্ব ও কর্তব্য এবং মসজিদ তৈয়ার করার ফজিলত ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
খুৎবার আগে সংক্ষিপ্ত আলোচনায় অংশ নেন পৌর মেয়র গোলাম কিবরিয়া, প্যানেল মেয়র চান মাহমুদ, ৪নং ওয়ার্ড কাউন্সিলর ছাইফুল ইসলাম, পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম স্বপন, পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো: গোলাম মোস্তফা, পৌর বিএনপি’র সাবেক সভাপতি এ,কে,এম শমসের আলী, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি সেকান্দর আলী প্রমুখ। সঞ্চালনা করেন ক্বারী মো. আমান উল্লাহ।