শেরপুরে বই বিতরণের উদ্বোধন করলেন জেলা প্রশাসক
সাঈদ আহাম্মেদ সাবাব, (শেরপুর):
সারাদেশের ন্যায় শেরপুরেও বছরের প্রথম দিনে বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত ১ জানুয়ারি (শনিবার) সকালে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে ওই বই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
ওইসময় তিনি বলেন, “সুশিক্ষার মাধ্যমে সুন্দর জাতি গড়ে তুলতে হবে। এজন্য আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। তিনি আরো বলেন, করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হচ্ছে।”
পরে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেক্টরেট ইনোভেটিভ স্কুল, ঢাকলহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে পাঠ্যবই তুলে দেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
বই বিতরণকালে অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রেজুয়ান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক লুৎফা বেগম, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আকরাম হোসেনসহ সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে মহামারির মধ্যেও নতুন বই পেয়ে বেশ উচ্ছ্বসিত শিক্ষার্থী ও অভিভাবকরা।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফেরদৌসী বেগম বলেন, “এ বছর জেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ১০ লক্ষ বই বিতরণ করা হবে। করোনা পরিস্থিতিতে সীমিত পরিসরে একেকদিন একেক শ্রেণির বই বিতরণ করা হবে। আশা করছি এক সপ্তাহের মধ্যে নতুন বই বিতরণ কার্যক্রম শেষ করা সম্ভব হবে।”