শিরোনাম

South east bank ad

বগুড়ায় নিউজ পোর্টাল ফক্সথার্ডআই’র যাত্রা শুরু

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

প্রদীপ মোহন্ত, (বগুড়া):

সত্য ও সঠিক তথ্য তুলে ধরে কাজ করে যাওয়ার অঙ্গিকার নিয়ে বগুড়ায় অনুসন্ধানিমুলক মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল ফক্সথার্ডআই’র উদ্বোধন হলো।

ইংরেজি নতুন বছরের প্রথম দিন শনিবার বিকেলে সাড়ে ৪টায় নিউজ পোর্টাল ফক্সথার্ডআই’র কেক কেটে উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী।

ফক্সথার্ডআই’র সম্পাদক মন্ডলির সভাপতি সুলতান মাহমুদ খান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফক্সথার্ডআই’র সম্পাদক লিমন বাসার।

অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক জনকণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার সমুদ্র হক। এসময় অন্যান্যের মধ্যে উপিস্থিত ছিলেন দৈনিক বগুড়ার সম্পাদক (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান রানু, দৈনিক জয়যুগান্তরের সম্পাদক ও প্রকাশক নাহিদুজ্জামান নিশাদ, বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও শাজাহানপুর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবিয়া সাবরিন পিংকি, রেড চিলিজ বগুড়ার ব্যবস্থাপনা পরিচালক নজরুল ইসলাম সেলিম।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো: জিয়াউল হক বলেন, “ভালো প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যেতে হবে। ভাইরাল কনটেন্ট এর প্রতি আগ্রহী না হয়ে বস্তুনিষ্ঠ তথ্যের প্রতি আগ্রহী হতে হবে। কোনটা নিউজ আর কোন নিউজ দিয়ে সমাজের উপকার হবে সেদিকে নজর দিয়ে সচেতনভাবে কাজ করে যেতে হবে। বিশ^ পরিবর্তন হয়ে যাচ্ছে। আমাদের সজাগ থাকতে হবে। বগুড়া থেকে ফক্সথার্ডআই’ শুরু হলেও তা দেশময় হয়ে উঠুক।”

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু বলেন, “বিকশিত হওয়ার পথ আরো বিকাশিত হয়ে উঠুক। সত্য প্রকাশের পথ কমে যাচ্ছে। ফক্সথার্ডআই সেখানে পিছনে না পরে সামনের দিকে এগিয়ে যাবে। পাঠকের কাছে নিত্যনতুন কিছু নিয়ে হাজির হবে।”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে দেশে অনলাইন সংবাদ বিভাগ দ্রুত গতিতে এগিয়েছে। কিছু প্রতিষ্ঠানের সংবাদের প্রতি গুরুত্বের চেয়ে ভাইরাল কনটেন্ট এর প্রতি বেশি ঝুঁকে থাকে। এমন না করে দেশের জন্য জনগণের জন্য মঙ্গল হয় এমন কনটেন্ট নিয়ে কাজ করলে যে কোন প্রতিষ্ঠান এগিয়ে যাবে।”

ফক্সথার্ডআই’র সম্পাদক মন্ডলির সভাপতি সুলতান মাহমুদ খান রনি বলেন, “সত্য, সঠিক তথ্য তুলে ধরে আমরা কাজ করে যেতে চাই। সত্য সংবাদ তুলে ধরতে চাই পাঠকের কাছে। আমরা যতটা পাঠকের সহযোগিতা পাব ঠিক ততটাই পাঠকের জন্য নিবেদিত হবো। আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”

ফক্সথার্ডআই’র সম্পাদক লিমন বাসার বলেন, “আমরা স্বপ্ন দেখছি বড় করে, আর যাত্রা হলো ছোট করে। আমরা এখানে দাঁড়িয়ে যেন শ্রেষ্ঠত দাবি করতে পারি। আমরা পাঠকের সঙ্গে টিকে থাকতে চাই।”

ফক্সথার্ডআই’র উদ্বোধন ও ইংরেজি নতুন বছর উপলক্ষে অনুষ্ঠানে আগত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: