পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৮ জনের জিপিএ-৫ অর্জন
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িয়া) :
ফুলবাড়িয়া উপজেলার পলাশীহাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে ২০২১ সনের এসএসসি পরীক্ষায় ২৮জন শিক্ষার্থী জিপিএ- ৫.০০ অর্জন করেছে। এদের মধ্যে ২৭জন বিজ্ঞান বিভাগ ও ১জন মানবিক বিভাগ।
বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ- ৫.০০ অর্জনকারীরা হচ্ছে মোছাঃ খাদিজা আক্তার, মৌটুসি, হবিবাহিমা, মার্জিয়া আক্তার, অদিতিসাহা, লাবন্য দাস, রেহনুমা তাবাস্সুম, সুমি, সুমাইয়া মুনমুন, সনিয়া আক্তার, মোছাঃ শিমুলি আক্তার, মাহমুদাসুলতানা, মোছাঃতাহমিনা আক্তার, হাফিজা আক্তার, অপুসাহাসম্পদ, সোহানুর রায়হান শাওন, প্রতীক চন্দ্র সাহা, মোঃ গোলাম সাঈদ নয়ন, মেহেদী হাসান শিশির, আল আফনান তামিম, শাফিল মাহবুব অমিত, মোঃ তৈয়বুর রহমান, সাদ্দাম হোসেনজয়, মোঃ তোবায়েল আলম ফাহাদ, রিপন মিয়া, মোঃ শাহরিয়ার মারুফ হাসান এবং মানিবক বিভাগ থেকে মোছাঃ রিমা আক্তার।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ এ.কে.এম শামসুল হক বলেন, “এ বছর ২৩০ জন পরিক্ষার্থী অংশ নিয়ে ২২৮ জন পাশ করে। পাশের হার ৯৯.১৩ ভাগ। ছাত্র-ছাত্রীদের সার্বিক সহযোগিতায় করোনার মহামারিতেও আমরা ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছি।যে সকল শিক্ষার্থীরা জিপিএ-৫.০০ প্রাপ্ত পেয়েছে তাদেরকে অভিনন্দন। ভবিষ্যৎ তারা আরও ভালো করবে বলে আমার প্রত্যাশা।”