শিরোনাম

South east bank ad

দূর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের রকেট প্রতিযোগিতা

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

এস.এম রফিকুল ইসলাম রফিক, (নেত্রকোনা):

নেত্রকোনার দুর্গাপুরে বিজ্ঞান ভিত্তিক জ্ঞান অর্জনের লক্ষে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে রকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে কমরেড মণি সিংহ মেলায় টংঙ্ক স্মৃতি স্তম্ভ চত্ত্বরে নানা আয়োজনে এ প্রতিযোগিতা সম্পন্ন হয়।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এর আয়োজনে প্রতিযোগিতায় কিভাবে রকেট বানানো যায় তা হাতে কলমে শিক্ষা দেয়া হয়।

এ প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এর চেয়ারম্যান মশহুরুল আমীন, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশন এর পরিচালক রবিন ফকির। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কমরেড মণি সিংহের পুত্র সমাজসেবক ডাঃ দিবালোক সিংহ, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. আলী আসগর, সাংবাদিক তোবারক হোসেন খোকন প্রমুখ

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: