নির্বাচনী প্রচারে বাধা ও হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
আব্দুর রহমান, (নেত্রকোনা):
৫ম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারে বাধা, কর্মী সমর্থকদের উপর হামলাসহ মিথ্যা মামলা দিয়ে পুলিশী হয়রানীর প্রতিবাদে নেত্রকোনার কেন্দুয়ায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার দুপুর ২ টার দিকে কেন্দুয়া উপজেলার মোজাফফর ইউনিয়নের গগডা গ্রামে স্বতন্ত্র প্রার্থী ফারজানা আফরোজ হ্যাপির নিজ বাড়ীতে প্রার্থী এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, গ্রামের মজিবুর রহমান, লুৎফর রহমান লিটন, সবুজ মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
এসময় স্বতন্ত্র প্রার্থী পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সুষ্ঠুভাবে প্রচার প্রচারণাসহ শান্তিপূর্ণ ভোট গ্রহনের পরিবেশ তৈরী করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।