শিরোনাম

South east bank ad

রংপুরে শীতবস্ত্র পেল আটশত অসহায় পরিবার

 প্রকাশ: ০১ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সীমান্ত সাথী, (রংপুর):

গত কয়েকদিন ধরে উত্তরের জনপদের রংপুরে বইছে হাঁড়কাপানো ঠাণ্ডা বাতাস। তারওপর গুড়ি গুড়ি বৃষ্টির দাপটে শীত জেঁকে ধরেছে মানুষজনকে। হিম শীতল ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল গ্রাম্য জনজীবন।

শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। সামাজিক দায়বদ্ধতা থেকে শীতার্ত এসব অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে তাদের পাশে দাঁড়াল সিটি ব্যাংক ও আস্থা ট্রাস্ট নামে দুটি প্রতিষ্ঠান।

তাদের উদ্যোগে আজ শনিবার (১ জানুয়ারি) রংপুরের বদরগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব অসহায় ও দুস্থদের মাঝে ৮০০ শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ করেন সিটি ব্যাংকের নীলফামারী জেলার সৈয়দপুর শাখার ব্যবস্থাপক জিল্লুর রহমান, সিনিয়র এক্সিকিউটিভ অফিসার রেজাউল করিম ও নীলফামারী এলজিইডির প্রশাসনিক কর্মকর্তা জাহিদ লতিফ। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন, বদরগঞ্জ সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল হোসেন, বদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রেজাউল করিম পান্না ও আবুল কালাম আজাদ প্রমুখ।

উল্লেখ্য সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মাশরুর আবেদীন ও আস্থা ট্রাস্টের উদ্যোগে শীতার্থদের মধ্যে ওই কম্বল দেওয়া হয়।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশ্যে বক্তারা বলেন, “মুলত রংপুর-২(বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের এমপি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউকের উদ্যোগে এ অঞ্চলের মানুষের মাঝে এসব শীতবস্ত্র দেওয়া হয়েছে।”

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: