আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হলেন ঝালকাঠির মনজিল মোরসেদ
মোঃ রাজু খান, (ঝালকাঠি):
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) প্রেসিডেন্ট ঝালকাঠির কৃতি সন্তান অ্যাডভোকেট মনজিল মোরসেদকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সিনিয়র অ্যাডভোকেট হিসেবে অন্তভুক্ত করা হয়েছে ।
বৃহস্পতিবার আপিল বিভাগের রেজিস্টার বদরুল আলম ভ্থঞা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় । মনজিল মোরসেদ সহ আরও ৩২ জনকে সিনিয়র অ্যাডভোকেট হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে । পরিবেশ রক্ষায় ও জনস্বার্থে রাজধাণীর পাশের বুড়িগঙ্গাসহ চার নদী রক্ষায় রিট মামলা করে নদীগুলো দখল মুক্ত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে মনজিল মোরসেদের সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ ।
এ ছাড়াও বরিশালের কীর্তনখোলা নদী, জেল খাল ও পুটিয়া খাল অবৈধ দখলদারদের কাছ থেকে উদ্ধারসহ সারা দেশের নদী-নালা খাল-বিল, পাহাড় ও ঐতিহ্যবাহী পুরাতন পুকুর রক্ষা এবং অবৈধ দকলদারদের উচ্ছেদের মাধ্যমে পরিবেশ রক্ষায় কার্যকর ভ্থমিকা রেখেছে সংগঠনটি ।
পরিবেশ পদকপ্রাপ্ত অ্যাডভোকেট মনজিল মোরসেদ ঝালকাঠি জেলার কীর্তিপাশা ইউনিয়নের বাউলকান্দা গ্রামের বীরমুক্তিযোদ্ধা মরহুম জবেদ আলী মিয়ার সন্তান । মনজিল মোরসেদ ১৯৮৮ সালে আইন পেশায় যোগদান করেন ।
তিনি সর্বাধিক জনস্বার্থ মামলার আইনজীবী । ২২৫ টি জনস্বার্থ মামলা দায়ের করে মানবাীধকার ও পরিবেশ সংরক্ষণে অন্যন্য ভ্থমিকা রেখেছেন ।