বরগুনা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এনামুল কবির ও সাধারণ সম্পাদক জহিরুল হক
এম.এস রিয়াদ, (বরগুনা):
বরগুনা রিপোর্টার্স ইউনিটির-২০২২ সালের কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাপ্তাহিক ভাটিয়ালি পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোঃ এনামুল কবির খোকন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন দৈনিক লাখো কন্ঠ ও বাংলাদেশ টুডের জেলা প্রতিনিধি মোঃ জহিরুল হক।
এছাড়াও বরগুনা রিপোর্টার্স ইউনিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন সাবেক সভাপতি দৈনিক আমাদের সময় ও ইন্ডিপেন্ডেন্ট এর জেলা প্রতিনিধি মাহবুবুল আলম মান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক ঢাকা প্রতিদিন ও নিউজ মেইলের জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম রাফিন, অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন দৈনিক দ্বীপাঞ্চল পত্রিকার সাহিত্য সম্পাদক ও সিনিয়র রিপোর্টার মোঃ সানাউল্লাহ রিয়াদ, সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছেন সিএনএন বাংলা টিভি ও দৈনিক বাংলার জেলা প্রতিনিধি গোবিন্দচন্দ্র মালাকার, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক গণকণ্ঠ ও মর্নিং গ্লোরির জেলা প্রতিনিধি রাসেল হাওলাদার, প্রচার সম্পাদক হিসেবে দৈনিক আলোকিত বরিশাল এর জেলা প্রতিনিধি মোঃ মোরসালিন, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক হিসেবে আনন্দ টিভির জেলা প্রতিনিধি সজিবুল ইসলাম সজিব, ক্রীড়া সম্পাদক হিসেবে বিজয় টিভির জেলা প্রতিনিধি জুলহাস মিয়া, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে জাগরণী টিভি ও দৈনিক গণজাগরণের জেলা প্রতিনিধি আসাদুল হক সবুজ, কল্যাণ সম্পাদক হিসেবে দৈনিক জনবাণীর জেলা প্রতিনিধি মোঃ সানাউল্লাহ, আপ্যায়ন সম্পাদক হিসেবে সাপ্তাহিক ভাটিয়ালি পত্রিকার বার্তা সম্পাদক বীরেন্দ্র কিশোর ও ১ নং সদস্য হিসেবে হিমাদ্রি শেখর দেবনাথ কেশব সহ মোট ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
বরগুনার রিপোর্টার্স ইউনিটির ১৭ সদস্য বিশিষ্ট এ কমিটি আগামী এক বছরের জন্য কাজ করবেন।
বরগুনা রিপোর্টার্স ইউনিটির হলরুমে নবনির্বাচিত কমিটির শপথ বাক্য পাঠ করান সাপ্তাহিক অপরাধ বিচিত্রার বার্তা সম্পাদক ও বরগুনা রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা রাশেদুল ইসলাম।