বিপিএলে ঢাকার দলটি বিসিবির নয়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকার ফ্র্যাঞ্চাইজি নিয়ে জটিলতা তৈরি হয়েছে। বিসিবির তত্ত্বাবধানে ড্রাফটে অংশ নেয় ঢাকা। পরে বিপিএল গর্ভনিং কাউন্সিল থেকে জানানো হয়, দল সাজালেও বিসিবির হাতে থাকবে না ফ্র্যাঞ্চাইজি মালিকানা। তবে ড্রাফটের পর ৪ দিন পার হলেও এখনো মালিকানা পরিবর্তন হয়নি। এখন পর্যন্ত বিসিবির হাতেই ঢাকার ফ্র্যাঞ্চাইজির কর্তৃত্ব। তবে বিসিবি থেকে নিশ্চিত করা হয়েছে শেষপর্যন্ত বিসিবির হাতে থাকবে না দলটি।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি আবারও পরিষ্কার করছি দলটা বিসিবির না। কোনো একটা কারণে দলটির মালিকানা বা স্পন্সর এখনো হয়নি। আমি আশা করছি খুব শিগগিরই যদি আমরা দলটির কোনো স্পন্সর বা ফ্র্যাঞ্চাইজি প্রস্তাব পাই সেটা হস্তান্তর করে দেব। এটা ফ্র্যাঞ্চাইজির বিষয় না, বোর্ডের বিষয়। বোর্ড সিদ্ধান্ত নেবে কাকে দিবে বা কোন স্পন্সর পাবে।’
গত ২২ ডিসেম্বর বিসিবি ঘোষণা করে এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৬টি ফ্র্যাঞ্চাইজির নাম। ২৭ ডিসেম্বর ড্রাফটের আগে ঢাকার মালিকানা নিয়ে জটিলতা তৈরি হয়। গ্যারান্টি মানি জমা দিতে না পারায় ঢাকার ফ্র্যাঞ্চাইজি মালিকানা হারায় মার্ন ও রুপা গ্রুপ। এরপর বিসিবির তত্ত্বাবধানে ড্রাফটে অংশ নেয় ঢাকা।
এবার ড্রাফট থেকে বেশ শক্ত দলই গড়েছে ঢাকা। মাহমুদউল্লাহ রিয়াদের পর তামিম ইকবাল, মাশরাফি বিন মুর্তজা, নাঈম শেখের সঙ্গে দলে টেনেছে মোহাম্মদ শাহজাদ, ইসুরু উদানার মতো ক্রিকেটারদের। ড্রাফট শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব জানিয়েছেন, দল সাজালেও বিসিবির হাতে থাকবে না ফ্র্যাঞ্চাইজি মালিকানা। স্পন্সরশিপ বা মালিকানা পরিবর্তন করবে বিসিবি।
ঢাকার হেড কোচের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত ফিল্ডিং কোচ মিজানুর রহমান বাবুল। তার হাত ধরেই বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের শিরোপা জিতেছিল খুলনা।
/জেটএন/