ডাক্তার হতে চায় জিপিএ-৫ প্রাপ্ত নুসরাত জাহান ইমু
নুর উদ্দিন সুমন, (হবিগঞ্জ) :
এসএসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে শেখ নুসরাত জাহান ইমু হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গনেশপুর উচ্চ বিদ্যালয় হতে জিপিএ-৫ পেয়েছে। তার পিতা চুনারুঘাট পৌর শহরের সুহাগ ট্রেডার্সের স্বত্বাধিকারী ও মাতা গৃহীনি। একমাত্র মেয়ের সফলতায় আনন্দিত পিতা শেখ মো: তাজুল ইসলাম ও মাতা শেখ নুর জাহান রুজি । তারা মেয়ের ডাক্তার হওয়ার স্বপ্ন বাস্তবায়নে বদ্ধ পরিকর।
নুসরাত জাহান ইমুর চাচা উপজেলা পরিষদের সিএ ওয়াহিদুল ইসলাম সুমন এ তথ্য নিশ্চিত করে বলেন, পরিবারের একমাত্র বড় মেয়ে শেখ নুসরাত জাহান ইমু, সে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের কল্যাণে কাজ করবে। ইমু বড় হয়ে ডাক্তার হতে চায়। তিনি শেখ নুসরাত জাহান ইমুর জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
নুসরাত জাহান ইমু চুনারুঘাট উপজেলার ৪ নং পাইকপাড়া ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা। মেধাবী ছাত্রী নুসরাত জাহান ইমু ও তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন।