বগুড়ার কাহালুতে দেয়াল চাপায় নারী ও শিশুর মৃত্যু
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার কাহালুতে দেয়াল চাপায় নারী ও শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত দুজন হলেন, সাইফুল ইসলাম বগার স্ত্রী মাহফুজা বেগম (৪৫) এবং ইদ্রিস আলীর ছেলে সাজ্জাদ হোসেন (৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, মাহফুজা নিজ বাড়ির পাশে খড়ের পালা দেয়ার জন্য নির্মাণাধীন প্রাচীরের উপরে উঠেন। কিন্তু দুর্ঘটনাবশত দেয়ালটি ধসে পড়ে। এ সময় সাজ্জাদ ও মাহফুজা দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে কাহালু থানার এসআই রেজাউল করিম ও মহিউদ্দীন ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
কাহালু থানার পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ জানান, “এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।”