দুর্গাপুরে ২১কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা প্রদান
এস.এম রফিকুল ইসলাম রফিক, (দুর্গাপুর) :
"আমাদের গৌরবান্বিত করায় তোমাদের অভিনন্দন" এই প্রতিপাদ্য নিয়ে 'আমাদের সুসঙ্গ' এর আয়োজনে নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ২০১৯-২০ এবং ২০২০-২০২১ সেশন এর শিক্ষার্থী বুয়েট মেডিকেল সহ দেশের সেরা বিদ্যাপীঠ গুলোতে ভর্তি হয়েছে এমন ২১ শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়েছে।
৩০ ডিসেম্ভর বৃহস্পতিবার বিকেলে কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরিতে এ সম্মাননা প্রদান করা হয়। প্রধান শিক্ষক একেএম ইয়াহিয়া এর সঞ্চালনায় ও এস এম কামরুল হাসান জনি এর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পূর্বধলা কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল্লাহ খান,দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, প্রেসক্লাব সভাপতি এস.এম রফিকুল ইসলাম রফিক,সাধারণ সম্পাদক জামাল তালুকদার, এডভোকেট প্রবীর মজুমদার চন্দন,এডভোকেট মানেশ চন্দ্র সাহা, উপজেলা সুজনের সভাপতি অজয় সাহা, ময়মনসিংহ মুসলিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুমন,মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক পেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সফিউল আলমসহ অনেকে।
যারা সম্মাননা পেয়েছে তারা হলো ফারজানা হক শীলা(বুয়েট), জিদান আহমেদ (জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়), নিশাত সিদ্দিকী (জাহাঙ্গীর নগর বিশ্ব বিদ্যালয়), মোঃ শাহীন আলম (কুমিল্লা বিশ্ব বিদ্যালয়), জুবায়ের হোসেন তুষার (চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়), তামান্না আক্তার (শা.বি.প্র.বি,), নুরে জান্নাত শারমিন (ময়মনসিংহ মেডিকেল), হুমায়রা মেহজাবিন রিমি (সিলেট মেডিকেল কলেজ), জান্নাত আরা লাবণ্য (খুলনা বিশ্ব বিদ্যালয়), সাদি ইলাহি(ঢাকা বিশ্ব বিদ্যালয়), মোঃ রিদওয়ানুল হক (ঢাকা বিশ্ব বিদ্যালয়), নিঝুম ইফতার(ঢাকা বিশ্ব বিদ্যালয়), সামন্তী মৌরী পাল (রাজশাহী বিশ্ব বিদ্যালয়), উমর ফারুক (জগন্নাথ বিশ্ব বিদ্যালয়) রুবি আক্তার(রাজশাহী বিশ্ব বিদ্যালয়), শাকিল শাহরিয়ান খান (চট্রগ্রাম বিশ্ব বিদ্যালয়), লাকী আফরোজ স্বর্ণা (বাংলাদেশ কৃষি বিশ্ব বিদ্যালয়), তামান্না আক্তার তিনি (ঢাকা বিশ্ব বিদ্যালয়), আরাফাত ইসলাম আলিফ (বুয়েট), শ্যামা সাহা (বিশ্ব ভারতীয় বিশ্ব বিদ্যালয়)।
/জেটএন/