নির্বাচনী প্রচারণা দেখতে গিয়ে ট্রলির নিচে আয়াত
জাহিদ হাসান হৃদয়, (চট্টগ্রাম):
চট্টগ্রামের আনোয়ারায় নির্বাচনী প্রচারণার মাইকিং দেখতে গিয়ে ট্রলি গাড়ীর নিচে পিষ্ট হয়ে মোহাম্মদ আয়াত (০৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার ১০নং হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামে এই দূর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত আয়াত একই গ্রামের মধ্যমপাড়ার লাতু হাজীর বাড়ির জানে আলমের ছেলে। তিন ছেলে দুই মেয়ের মধ্যে আয়াত দ্বিতীয়। তার ডাকনাম সাবিত।
প্রত্যেক্ষদর্শী আরিফ জানান, “দুপুর ২টার দিকে নির্বাচনী প্রচারণের গাড়ির পিছনে ছুটতে গিয়ে ধানবাহী ট্রলির সামনে পড়ে যায় সে। পরবর্তীতে ট্রলির নিচে পড়ে গুরুতর আহত অবস্থায় আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।”
এবিষয়ে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুলতানা জানান, “আড়াইটার দিকে সড়ক দুর্ঘটনায় আহত হওয়া একটি শিশুকে হাসপাতালে আনা হয়েছিলো। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”