শিরোনাম

South east bank ad

রাজধানীতে ফের রোড ডিভাইডারে বাস, নিহত-১

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

রাজধানীর গুলিস্তান এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর উঠে গেছে একটি বাস। এ ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকাল ৩টার দিকে মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে ট্রেস সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম শুক্কুর মাহমুদ (৪০)। বিষয়টি নিশ্চিত করেছেন পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া।

তিনি জানান, শ্রাবণ পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের ওপর ওঠে যায়। এতে রাস্তার পাশে থাকা পথচারীদের মধ্যে একজন নিহত ও তিনজন আহত হন।

এর আগে গত মঙ্গলবার খিলক্ষেত এলাকায় এনা পরিবহনের একটি বাস রোড ডিভাইডার ভেঙে অন্য পাশে থাকা মাইক্রোবাসের ওপর পড়ে। এতে মাইক্রোবাসটির চালক আহত হন।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: