শপথ নিলেন ফুলবাড়িয়ার ১৬৯ নব নির্বাচিত জনপ্রতিনিধি
মো: আব্দুস ছাত্তার (ফুলবাড়িয়া):
স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচনে দ্বিতীয় ধাপে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ১৩ টি ইউনিয়নের ১৬৯ জন নির্বাচিত জনপ্রতিধি শপথ গ্রহণ করেন।
আজ বৃহস্পতিবার ফুলবাড়িয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সদস্যদের এবং জেলা প্রশাসকের কার্যালয়ে চেয়ারম্যানদের শপথ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, তেরো ইউনিয়নের ১৩জন চেয়ারম্যানের শপথ সকাল ১১টায় ময়মনসিংহের জেলা প্রশাসক কার্যালয়ে শপথ পাঠ করান জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক। ফুলবাড়িয়ায় বেলা ১২টায় প্রত্যেক ইউনিয়ন থেকে ৯জন সাধারণ সদস্য ও ৩জন সংরক্ষিত সদস্য মোট ১৫৬ জন সদস্যের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশরাফুল ছিদ্দিক। এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল মালেক সরকার, সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম, থানা অফিসার ইনচার্জ মোল্লা জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরাফ উদ্দিন শর, পারভীন সুলতানা, উপজেলা কৃষি অফিসার জেসমিন নাহার, জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক এড. মফিজ উদ্দিন মন্ডল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক আবু বকর ছিদ্দিক প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহসিনা বেগম। পরে বঙ্গবন্ধু সহ মৃত্যুবরণকারী সকল মানুষের আত্মার মাগফেরাত ও দেশের শান্তি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মাও. নুরে আলম সিদ্দিকী।