শিরোনাম

South east bank ad

মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা নিহত

 প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

আরাফাত হাসান, (মাদারীপুর):

মাদারীপুরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম লিংকন (৩০) নিহত হয়েছেন। বুধবার (২৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে সদর উপজেলার পখিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লিংকন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সদর উপজেলার মঠেরবাজার এলাকা থেকে ব্যক্তিগত কাজ শেষে শহরের আসছিলেন ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম লিংকন। পখিরা এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসার অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগ নেতাসহ আহত হয় তিনজন। প্রথমে গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তিনজনকেই আশঙ্কাজনক অবস্থায় পাঠানো হয় ঢাকা মেডিকেলে। মাঝপথে মারা যায় সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌহিদুল ইসলাম লিংকন।

মাদারীপুর জেলা ছাত্রলীগের সভাপতি জাহিদ হোসেন অনিক বলেন, লিংকনের অকাল মৃত্যুতে জেলা, উপজেলা ও পৌরসভা ছাত্রলীগের মাঝে শোক নেমে এসেছে। মাদারীপুর জেলা যুবলীগ জনশক্তি কর্মসংস্হান সম্পাদক জাহিদ হোসেন খোকন উকিল এর ছোট ভাই লিংকন।

মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম মিঞা জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম লিংকন-এর মৃত্যু হয়েছে। এছাড়া আহত অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
/জেটএন/

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: