ফুলবাড়িয়ায় আছিমের নব নির্বাচিত চেয়ারম্যান কায়েস’র নতুন চিন্তা
মো: আব্দুস ছাত্তার, (ফুলবাড়িযা) :
ফুলবাড়িয়া উপজেলার আধুনিক ইউনিয়ন পরিষদ ভবনের প্রথম ‘আছিম পাটুলী ইউনিয়ন পরিষদ’ ভবন। অযত্ন আর অবহেলায় ভবনটির অবস্থা খুবই করুন। ভবনের পিলারের ভেতর দিয়ে পরগাছা গজিয়ে সেটি গাছে রূপান্তরিত হওয়াসহ নানাবিধ সমস্যায় জর্জরিত হলেও কিন্তু দেখার কেউ ছিল না।
বিভিন্ন স্থানের পলেস্তা (প্লাস্টার) খসে খসে পড়ছে। দীর্ঘ ২৮ বছর পর ইউনিয়ন পরিষদে নতুন জনপ্রতিনিধি হিসাবে নির্বাচিত হয়েছেন তরুন উদ্যোক্তা ইমরুল কায়েস। আজ বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে অন্যদের সাথে তিনিও শপথ গ্রহণ করবেন। শপথ শেষে তিনি তার সদস্যদের সাথে নিয়ে যেথায় (ইউনিয়ন পরিষদ ভবন) আনুষ্ঠানিকভাবে বসবেন সেই ভবনের সামনের করুন দশার সংস্কারে হাত দিয়েছেন। কোন প্রকল্প ছাড়াই নিজ উদ্যোগে সংস্কার কাজে সাহসিকতার সাথে হাত দেয়ায় তার প্রতি স্থানীয় মানুষের প্রত্যাশার আরও বেড়েছে।
নব নির্বাচিত চেয়ারম্যান ইমরুল কায়েস বলেন, অনেক পুরাতন ভবন। অযত্ন অবহেলায় ব্যবহার অনুপযোগি হয়ে পড়েছে। স্যানিটেশনের অবস্থা খুবই খারাপ। আপাতত সাময়িকভাবে বসার জায়গায় কাজ করছি,পুরো ভবনের রংয়ের কাজ চলছে। আগাছাও পরিস্কার করা হয়েছে। সকল কাজ শেষ করতে অনেক টাকার প্রয়োজন তবে সেটা সময় সুযোগে করা হবে।