শিরোনাম

South east bank ad

রাজাপুরে গাছের ডাল পড়ে পথচারি শিশুর মৃত্যু

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

মোঃ রাজু খান, (ঝালকাঠি):

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের সত্যনগর চর-রাজাপুর এলাকায় পাকা রাস্তা দিয়ে যাওয়ার সময় গাছের ডাল পড়ে পথচারি মো: ইউসুফ (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু ইউসুফ একই এলাকার মোঃ আজিজ মোল্লার ছোট ছেলে এবং বাইপাস মোড় সংলগ্ন তালুকদার বাড়ী নূরাণী মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।

বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে চর-রাজাপুর এলাকার হাজী বাড়ী সংলগ্ন স্থানীয় মোঃ আনোয়ার হোসেন (কালু) খাঁনের বাড়ীর সিমানায় (পাকা রাস্তা সংলগ্ন) একটি রেইনট্রি গাছের ডাল-পালা কাটছিলেন আনোয়ার হোসেন কালু’র মেয়ে জামাই মোঃ আল-আমিন। সেই সময়ে গাছের নিচের রাস্তা দিয়ে বাড়ীর উদ্দেশ্যে আসছিলো পথচারি শিশু ইউসুফ ও তার সহপাঠি রিয়াদ, লাভলি।

রিয়দ ও লাভলি গাছের ডাল কাটা দেখতে পেয়ে দাড়িয়ে যায় কিন্তু ইউসুফ গাছের নিজের রাস্তা দিয়ে সামনের দিকে এগিয়ে গেলে গাছের একটি ডাল পড়ে তার মৃত্যু হয়। স্বজনরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

স্থানীয় ও প্রত্যক্ষদশর্ীরা বলেন, রাস্তার পাশে গাছের ডাল কাটার সময় রাস্তায় কেউ দাড়িয়ে থেকে যদি পথচারিদের সাবধান করতো তাহলে হয়তো এই শিশুটির অকাল মৃত্যু হতো না। তাদের অসাবধানতার জন্যই শিশুটির প্রাণ গেলো।

এ বিষয়ে রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: