বাগেরহাটে দূর্যোগপ্রবণ এলাকায় এটলাস বিষয়ক সেমিনার
এস এম সামছুর রহমান, (বাগেরহাট):
বাগেরহাটে দুর্যোগপ্রবণ এলাকা এটলাস বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব শাহনাজ আরেফিন এনডিসি।
বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ কামরুল ইসলাম, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক রেজাউল আজম ফারুকী, ইউএনএফপিএ বাংলাদেশের পপুলেশন প্ল্যানিং এন্ড রিসার্চ প্রধান মাহবুব-ই-আলম, প্রকল্প পরিচালক মোঃ আক্তার হোসেন, বাগেরহাট জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক সুরঞ্জিত কুমার ঘোষ, মোরেলগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ-ই-আলম বাচ্চু প্রমুখ।
বক্তারা বলেন, দুর্যোগ প্রবণ এলাকা এটলাস এমন একটি রিপোর্ট যা দুযোর্গ সংক্রান্ত তথ্য উপাত্ত সন্নিবেশ এর মাধ্যমে কোন দেশের উপর প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করে।
বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহ বিভিন্ন লক্ষ্যকে সামনে রেখে ঐ সকল আক্রান্ত খানা ও জনসংখ্যা সংক্রান্ত তথ্য উপাত্ত প্রস্তুত করেছে। এ সকল তথ্য উপাত্ত বিভিন্ন মানচিত্রের মাধ্যমে উপস্থাপন অত্যন্ত জরুরী হলেও এ পর্যন্ত যতগুলো মানচিত্র পাওয়া যায় সবগুলো জেলাভিত্তিক অথবা দেশ ভিত্তিক। সরকারের বিভিন্ন নীতি নির্ধারণে ক্ষুদ্র এলাকা ভিত্তিক মানচিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তারা বলেন, দুর্যোগপ্রবণ এলাকা এটলাসে প্রশাসনিক সীমানার পরিবর্তে জনবসতিপূর্ণ এলাকাভিত্তিক মানচিত্র তৈরি করা হয়েছে। এর মাধ্যমে এলাকাভিত্তিক আশ্রয় কেন্দ্রের অবস্থান, দুর্যোগে আক্রান্ত স্থাপনা ও জনসংখ্যার পরিমাণ তুলে ধরা হয়েছে। এ মানচিত্র দুর্যোগ প্রতিরোধের প্রস্তুতি, দুর্যোগের ঝুঁকি প্রশমন, নীতি নির্ধারণ ও পরিকল্পনা গ্রহণের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
সেমিনারে বাগেরহাটের সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপকূলীয় ১৯টি জেলার দুর্যোগের তথ্য সম্বলিত উপজেলা ভিত্তিক মানচিত্র এবং রিপোর্ট প্রস্তত করা হয়েছে।