শিরোনাম

South east bank ad

সিনিয়র সচিব হলেন ৩ জন

 প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

সিনিয়র সচিব হিসেবে তিনজনকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। গতকাল (২৮ ডিসেম্বর) মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সিনিয়র সচিব হয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব তপন কান্তি ঘোষ। তার সিনিয়র সচিবের পদমর্যাদা কার্যকর হবে আগামীকাল থেকে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব হিসেবে বদলির আদেশাধীন) মাহবুব হোসেনও সিনিয়র সচিব হয়েছেন। গত শুক্রবার থেকে তার এ পদমর্যাদা কার্যকর হবে।

অন্যদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়ার সিনিয়র সচিব মর্যাদা কার্যকর হবে ১২ জানুয়ারি থেকে। এই তিনজনসহ বর্তমানে প্রশাসনে সিনিয়র সচিবের সংখ্যা দাঁড়াল ১৬ জন।

এদিকে সচিব পদোন্নতি পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মেজবাহ উদ্দিন। আর যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেনকে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব হিসেবে বদলি করা হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: