শিবগঞ্জে ইউপি চেয়ারম্যান শহীদের দায়িত্বভার গ্রহণে সংবর্ধনা
প্রদীপ মোহন্ত, (বগুড়া):
বগুড়ার শিবগঞ্জ ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান শহিদুল ইসলাম শহীদের দায়িভার গ্রহণ উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার বিকেলে শিবগঞ্জ উপজেলার গুজিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বদিউজ্জামান বদির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক। প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, কেন্দ্রীয় যুবলীগ নেতা মোবাশ্বের হোসেন স্বরাজ, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ শাহাজাদা চৌধুরী, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুস ছাত্তার, সাধারণ সম্পাদক খ.ম শামীম, আওয়ামী লীগ নেতা হাবিবুল আলম, কৃষকলীগ নেতা লুৎফর রহমান, শাহিনুর মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আবু জাফর মন্ডল, যুবলীগ নেতা সাহাবুদ্দিন শিবলী, হারুনুর রশিদ, নব-নির্বাচিত আটমূল ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে আনুষ্ঠানিকভাবে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান কে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়। পরে এক দোয়া খায়ের অনুষ্ঠিত হয়।