নেত্রকোনা খালিয়াজুড়িতে নিবার্চন পরবর্তী সহিংসতা সংঘর্ষে আহত-১৫
আব্দুর রহমান, (নেত্রকোনা):
নেত্রকোনার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়ন পরিষদ নিবার্চনে, নিবার্চন পরবর্তী সহিংসতায় ১৫ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ২ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, এছাড়া বাকিদের নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টার দিকে খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় উপজেলার চাকুয়া ইউনিয়নের নব-নিবার্চিত মেম্বার অসিত মহানবিশ এর লোকদের উপর অতর্কিত হামলা চালায় সাবেক মেম্বার জ্যাতি মহানবিশের নেতৃত্বে প্রতুল, প্রদীপ, ওসেন সহ একদল সন্ত্রাসী। এসময় বর্তমান মেম্বারের ভাই অপু মহানবিশ, বিপ্লব,অনিক,দীজেন চৌধুরীসহ অন্তত্য ১৫ জন আহত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নর নব-নিবার্চিত মেম্বার অসিত মহানবিশ বলেন সাবেক মেম্বার আমার লোকজন ও আমার পরিবারের লোকজনকে নিবার্চনের পূর্বে থেকেই হুমকি দিয়ে আসছে।
নিবার্চনে হেরে যাওয়ার পর তারা আমাকে ও আমার লোকজনকে হত্যার উদ্দেশ্যে অতর্কিতভাবে হামলা করে। আমি প্রশাসনের কাছে এর বিচার দাবী করছি।