শিরোনাম

South east bank ad

নালিতাবাড়ীতে সাংবাদিক মনিরের পিতা রুস্তম আলী মুন্সির ইন্তেকাল

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

সাঈদ আহম্মেদ সাবাব, (শেরপুর):

শেরপুরের নালিতাবাড়ী থেকে প্রকাশিত আঞ্চলিক সংবাদপত্র ‘বাংলার কাগজ’ এর প্রকাশক-সম্পাদক, শেরপুর প্রেসক্লাবের সদস্য মনিরুল ইসলাম মনিরের পিতা, সাবেক বিশিষ্ট কাঠ ও ফার্ণিচার ব্যবসায়ী রুস্তম আলী মুন্সী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি গতকাল (২৭ ডিসেম্বর) সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় উত্তর কোন্নগর (রাবারড্যাম) নিজ গ্রামের বাড়িতে বার্ধক্যজনিত কারণে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ১১০ বছর।

পারিবারিক সূত্র জানায়, রুস্তম আলী প্রায় দুই বছর যাবত বার্ধক্যজনিত কারণে শারিরিক নানা সমস্যায় ভুগছিলেন। সর্বশেষ গত তিন দিন যাবত তার শারিরিক অবস্থার অবনতি ঘটে। একপর্যায়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা, তিন ছেলে ও নাতি-নাতনীসহ অন্যান্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের নামাযে জানাযা আজ (২৮ ডিসেম্বর) মঙ্গলবার বাদ জোহর উত্তর কোন্নগর হাফেজিয়া মাদরাসা মাঠে জানাজা শেষে মাদরাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে।

এদিকে সাংবাদিক মনিরের পিতার মৃত্যুতে শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলাসহ সাংবাদিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: