শিরোনাম

South east bank ad

ডিএমপিতে পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ডিএমপিতে পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলিডিএমপিতে পরিদর্শক পদমর্যাদার ৫ কর্মকর্তা বদলি ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল সোমবার (২৭ ডিসেম্বর) ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলামের সই করা পৃথক পৃথক অফিস আদেশে তাদের বদলি করা হয়।

ডিএমপির গেন্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. সাজু মিঞাকে গোয়েন্দা মিরপুর বিভাগে, পল্লবী থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু সাইদ আল মামুনকে অফিসার ইনচার্জ হিসেবে গেন্ডারিয়া থানায় এবং রূপনগর থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. আহাদ আলীকে নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পল্লবী থানায় বদলি করা হয়েছে।

অপর এক আদেশে ডিএমপির পরিবহন বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক খন্দকার ইফতেখার হোসেনকে ট্রাফিক রমনা বিভাগে এবং ট্রাফিক রমনা বিভাগের শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক মো. জাহাঙ্গীর হোসেনকে পরিবহন বিভাগে বদলি করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: