শিরোনাম

South east bank ad

বঙ্গবন্ধু এশিয়ান ভলিবলের ফাইনালে বাংলাদেশ

 প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   অটোমোবাইল

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু এশিয়ান সেন্ট্রাল জোন মেনস ভলিবল চ্যালেঞ্জ কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে গতকাল (২৭ ডিসেম্বর) সোমবার নিজেদের চতুর্থ ম্যাচে উজবেকিস্তানকে ৩-২ সেটে (২১-২৫, ২৫-১৪, ২৬-২৪, ২৫-১৩, ১৫-১৩) হারিয়েছে বাংলাদেশ।

চার ম্যাচে তিন জয়ে ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে স্বাগতিকরা। চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠেছে শ্রীলঙ্কা। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটায় ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

২০১৬ সালে কিরগিজস্তানকে হারিয়ে প্রথম ও সবশেষ এই শিরোপা জেতা বাংলাদেশ ২০১৮ সালে হয়েছিল রানার্সআপ। তিন বছর পর আবার ফাইনালে উঠল স্বাগতিকরা।

প্রথম সেট ২১-২৫ পয়েন্টে হারের পর দ্বিতীয় সেট ২৫-১৪ পয়েন্টে জিতে নেয় বাংলাদেশ। জমজমাট লড়াইয়ের পর তৃতীয় সেট ২৬-২৪ ব্যবধানে হারের পর চতুর্থ সেটে ২৫-১৩ জিতে বাংলাদেশ। পঞ্চম সেটে স্বাগতিকদের জয় ১৫-১৩ পয়েন্টের। নেপালকে ৩-০ সেটে হারিয়ে প্রতিযোগিতায় যাত্রা শুরু করে বাংলাদেশ। নিজেদের দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকেও হারায় ৩-০ সেটে। তবে আশা জাগিয়ে তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-১ সেটে হেরে যায় বাংলাদেশ।

পুরুষদের ফাইনাল নিশ্চিত করার দিনে জয় পেয়েছে নারী দলও। বঙ্গমাতা এশিয়ান সেন্ট্রাল জোন মহিলা ভলিবলে সোমবার নিজেদের পঞ্চম ও শেষ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ৩-২ সেটে জিতে পঞ্চম স্থান পেয়েছে বাংলাদেশ। টানা চার হারের পর জয় দিয়ে এ আসর শেষ করল মেয়েরা।

মালদ্বীপের কাছে প্রথম সেটে ২৫-১৭ পয়েন্টে হারের পর দুই সেট বাংলাদেশ জিতে নেয় ২৫-২৩ ও ২৫-১৮ পয়েন্টে। চতুর্থ সেটে মেয়েরা ফের হেরে বসে ২৩-২৫ পয়েন্টে। পঞ্চম সেটে জমজমাট লড়াইয়ের পর বাংলাদেশ জিতে নেয় ১৭-১৫ পয়েন্টে।

উদ্বোধনী ম্যাচে কিরগিজস্তানের কাছে ৩-০ সেটে হারের পর উজবেকিস্তানের কাছে ৩-০ সেটে হারে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে নেপালের কাছে ৩-০ সেটে এবং চতুর্থ ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩-০ সেটে হারে মেয়েরা।

এ প্রতিযোগিতার ফাইনালে আজ (২৮ ডিসেম্বর) মঙ্গলবার মুখোমুখি হবে নেপাল-উজবেকিস্তান। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে কিরগিজস্তান-শ্রীলঙ্কা।

নারী ভলিবল দলের কোচ মফিজুল ইসলাম টুর্নামেন্টের মূল্যায়ন করলেন এভাবে, আমরা অনুশীলনে খুব মনোযোগী ছিলাম। মেয়েরা তাদের সেরাটা দিয়েছে। তাদের পারফরম্যান্সে আমি খুশি। এখন সামনের দিনগুলোতে এই অনুশীলনের ধারাবাহিকতা ধরে রাখতে হবে আমাদের।

অধিনায়ক সাবিনা খাতুন বলেন, আমরা মালদ্বীপের বিপক্ষে এই প্রথম জয় পেয়েছি। এটা দলীয় সমন্বয়ের ফলেই পেয়েছি। এই জয়কে ধরে রাখতে হলে আমাদের দীর্ঘমেয়াদী ট্রেনিং দরকার। পঞ্চম সেটে আমরা কিছুটা স্নায়ু চাপে পড়ে গিয়েছিলাম। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ সামলাতে পেরেছি।

BBS cable ad

অটোমোবাইল এর আরও খবর: